Logo
×

Follow Us

আন্তর্জাতিক

চীনে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ১৮ শ্রমিক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:২৮

চীনে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ১৮ শ্রমিক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়ে অন্তত ১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সেখানে এখনো আটকা পড়ে থাকা আরো পাঁচজনকে বের করে আনতে উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে। ওই অঞ্চলে মাত্র দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় বৃহৎ খনি দুর্ঘটনা। 

আজ শনিবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভির খবরে বলা হয়, ডিয়াওশুইডং কয়লা খনিতে শুক্রবার স্থানীয় সময় বিকালে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা হঠাৎ করে অনেক বেড়ে গেলে খনির ভেতর ২৪ জন শ্রমিক আটকা পড়েন।

স্থানীয় জরুরি উদ্ধার কমান্ড সদরদফতরের উদ্ধৃতি দিয়ে সিসিটিভি জানায়, শনিবার সকাল পর্যন্ত একজনকে জীবিত ও ১৮ জনকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়েছে।

শ্রমিকরা ভূগর্ভস্থ খনির সরঞ্জামাদি ভেঙ্গে সরিয়ে নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খনিটি দুই মাস ধরে বন্ধ ছিল।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তদন্ত কর্মকর্তারা এ দুর্ঘটনার কারণ জানতে কাজ করছে।

এরআগে ২০১৩ সালে ওই খনিতে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। দুর্বল ব্যবস্থাপনার কারণে চীনে খনি দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। -এএফপির।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫