গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে সাংবাদিকের ফাঁসি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ২৩:৫৫

তিন বছর আগের সরকারবিরোধী আন্দোলনের সময় সহিংসতায় প্ররোচণা দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত ভিন্ন মতাবলম্বী এক সাংবাদিককে ফাঁসি দিয়েছে ইরান।
সিএনএন জানায়, শনিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে রুহুল্লাহ জামের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।
ইরানের দাবি, ইসরাইল, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের গুপ্তচর সংস্থার হয়ে দেশবিরোধী তৎপরতা চালানোর দায়ে এ দণ্ড দেয়া হয়।
গত সপ্তাহে দেশটির সুপ্রিমকোর্ট নিম্ন আদালতে ভিন্ন মতাবলম্বী এ সাংবাদিককে দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।
সংস্কারপন্থী এক শিয়া ধর্মীয় নেতার ছেলে রুহুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নিলেও গত বছর ইরানি গুপ্তচরদের হাতে ধরা পড়েন। ইরানি গোয়েন্দারা রুহুল্লাহকে ২০১৯ সালের সেপ্টেম্বরে ইরাক থেকে আটক করে ইরানে নিয়ে আসে।
ভিন্নমতাবলম্বী এ ইরানি সাংবাদিককে মৃত্যুদণ্ড দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছিল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।