Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ১২:২২

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৯

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায়  ৯ জন মারা গেছেন। এই ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন। এমনটিই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, ‘সন্ত্রাসীরা কাবুল শহরে হামলা চালিয়েছে এবং ওই হামলায় দুর্ভাগ্যজনকভাবে ৯ জন নিহত ও আরো ২০ জনেরও বেশি আহত হয়েছে।’

নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজধানীর পশ্চিমে এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন।

এদিকে, তালেবান অথবা অন্য কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে তালেবানরাই এই হামলার সাথে জড়িত। সরকার পক্ষ বলছে, ‘আমরা জানি শত্রু করা। তাদের পরিকল্পনাও জানা আছে।’

উল্লেখ্য, গত শুক্রবার গজনি প্রদেশের গিলান জেলায় ১২ শিশু মারা যায়। পাশাপাশি আরো ১২ জন গুরুতর আহত হয়। সেদিন দুপুর ২টার দিকে এক ব্যক্তির কাছ থেকে খেলনা বুলেট কিনতে গিয়েছিল ওই শিশুরা। কিন্তু তা ছিল আসল!


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫