ব্রিটেনফেরত ৬ ভারতীয়ের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ১১:৪৯
এবার ভারতেও মিললো করোনাভাইরাসের নতুন রূপ। ব্রিটেনফেরত ছয় ভারতীয়ের শরীরে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে।
এদের মধ্যে তিনজনকে মেডিকেল স্কুল অব বেঙ্গালুরুতে, দুইজনকে সিসিএমবি হায়দরাবাদে ও একজনকে পুনের এনআইভিতে রাখা হয়েছে।
প্রত্যেক রোগীকে পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। এদের সংস্পর্শে যেসব স্বজনরা এসেছিলেন তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
এই নতুন স্ট্রেন নিয়ে চাপে রয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশ। সেখানে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে করোনা সংক্রমণ আটকাতে। ভারতও ব্রিটেন থেকে আগত সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে।
২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ভারতে ফিরেছে ৩৩ হাজার যাত্রী। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিল। তাদের শরীরের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’ জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে ছয়জনের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেইন।
মনে করা হচ্ছে, এই করোনার ভ্যারিয়েন্টটির ক্ষমতা আগেরটির থেকে ৭০ শতাংশ বেশি ভযঙ্কর। যার ফলে এই নিয়ে আতঙ্ক আরো বাড়ছে। -আনন্দবাজার পত্রিকা