Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ১১:৩৩

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

গতকাল বুধবার (৬ জানুয়ারি) প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশন চলার সময় ট্রাম্পের হাজার হাজার বিক্ষুব্ধ এ হামলা চালায়। 

ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে, ক্যাপিটল ভবনে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছে। এর আগে পুলিশের গুলিতে এক নারী নিহত হন ও পরে ‘মেডিকেল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আহত আরো তিনজনের মৃত্যু হয়। এদের একজন নারী ও দুইজন পুরুষ।

এছাড়া এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে লাইসেন্সবিহীন পিস্তল বহনের জন্য চারজন, নিষিদ্ধ অস্ত্র বহনের জন্য একজন ও ৪৭ জনকে কারফিউ ভাঙার জন্য গ্রেফতার করা হয়।

ওয়াশিংটন ডিসির মেয়র বাউজার কিছুক্ষণ আগে ক্যাপিটল হিলের বিক্ষোভ সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, হাউস রুমে অধিবেশন চলাকালে কয়েকজন জোরপূর্বক প্রবেশ করে। ওই দলটির সদস্য ছিলেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া নারী। ওই দলটিকে সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা বাধা দেন এবং তাদের একজনের গুলিতে ওই নারী মারা যান। 

যুক্তরাষ্ট্রের মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ক্যাপিটল ভবনে প্রবেশ করার পর গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া প্রথম নারী সাবেক মার্কিন সেনা সদস্য স্যান ডিয়েগোর বাসিন্দা অ্যাশলি ব্যাবিট। ওয়াশিংটন সময় গতকাল দুপুর ৩টার দিকে তিনি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এছাড়া মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন বলে জানান ওয়াশিংটন ডিসির মেয়র। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর।

হামলার ঘটনার পর থেকে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াশিংটন ডিসি ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় কারফিউ জারি করা হয়। শহরজুড়ে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ওয়াশিংটনে জরুরি অবস্থা বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫