-5ff6a7dcbd452.jpg)
ছবি: রয়টার্স
১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরণের হামলার ঘটনা ঘটলো।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জ্বালিয়ে দেয়।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে ব্রিটিশ বাহিনীর এ যুদ্ধ ‘ওয়ার অব ১৮১২’ নামে পরিচিতি। এ যুদ্ধ শুরু হয় ১৮১২ সালের জুন মাসে ও শেষ হয় ১৮১৫ সালে। আর সেই যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে হামলা করেছিল।
সেই ঘটনার ২০৬ বছর পর এমন নজিরবিহীন ঘটনা ঘটলো খোদ দেশটির জনগণের হাতেই। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির দুই প্রধান দলের একাধিক শীর্ষ ব্যক্তি এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, ব্রিটিশ সেনাবাহিনীর ভাইস অ্যাডমিরাল স্যার আলেকজান্ডার কুকবার্ন ও মেজর জেনারেল রবার্ট রসের নেতৃত্বে ১৮১৪ সালের আগস্ট মাসে ক্যাপিটল ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে ভবনটি তখন নির্মাণাধীন ছিল। কিন্তু ভাগ্য ভালো ছিল যে, সে সময় বৃষ্টি হচ্ছিল। তাই আগুন বেশি ছড়ায়নি। সেসময় যুক্তরাজ্যের উপনিবেশের অধীন ছিল কানাডা। আর আপার কানাডার রাজধানী ইয়র্কে মার্কিন হামলা ও অগ্নিসংযোগের প্রতিশোধ নিতেই ওয়াশিংটনে ব্রিটিশ বাহিনী এ হামলা চালায়।
তখন শুধু ক্যাপিটল ভবন নয়, হোয়াইট হাউসসহ ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গায় এ হামলা চালায় ব্রিটিশ বাহিনী।
এদিকে হামলার পর এক বিবৃতিতে ইউএস ক্যাপিটল হিস্ট্রি সোসাইটি বলেছে, ইউএস ক্যাপিটল শুধু একটি ভবন নয়, এটি মার্কিন গণতন্ত্রের প্রতিমূর্তি। এখানে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর আমাদের সাংবিধানিক প্রজাতন্ত্রের মৌলিক স্মারক।
গতকাল বুধবার (৬ জানুয়ারি) প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশন চলার সময় ট্রাম্পের হাজার হাজার বিক্ষুব্ধ এ হামলা চালায়।
হামলাকারীরা ভবনের জানালা ভাঙচুর করে। আর সেইসাথে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ উগ্র জনতাকে হটাতে পুরো ভবন অবরুদ্ধ করে ফেলে। সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছে। এছাড়া মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন বলে জানান ওয়াশিংটন ডিসির মেয়র। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর।
এছাড়া এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে লাইসেন্সবিহীন পিস্তল বহনের জন্য চারজন, নিষিদ্ধ অস্ত্র বহনের জন্য একজন ও ৪৭ জনকে কারফিউ ভাঙার জন্য গ্রেফতার করা হয়। এছাড়া দু’টি পাইপ বোমও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। -বিবিসি