Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন লকডাউন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ২২:৪৯

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন লকডাউন

ছবি: সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। 

বিবিসির খবরে জানানো হয়, জো বাইডেনের অভিষেকের দুই দিন আগে সোমবার (১৮ জানুয়ারি) এমন সিদ্ধান্ত নেয়া হলো। 

এর আগে, ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ট্রাম্পপন্থিদের হামলায় পাঁচজন নিহত হয়েছিল।

ক্যাপিটলের আশেপাশে অবস্থান নেয়া বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, ক্যাপিটলের ভেতর থেকে লকডাউনের ঘোষণা প্রচার করা হচ্ছে। বাইডেনের অভিষেক মহড়াও বাতিল হয়েছে।পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বিবিসিকে জানিয়েছেন, ক্যাপিটল ভবনের ভেতর থেকে ধোঁয়া উড়তে এবং ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি ভেতরে ঢুকতে দেখেছেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫