Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রুশ নেতা নাভালনির ৩০ দিনের কারাদণ্ড

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ২৩:৪৩

রুশ নেতা নাভালনির ৩০ দিনের কারাদণ্ড

বিষপ্রয়োগে অসুস্থ হওয়ার পাঁচ মাস পর প্রথম রাশিয়ায় ফেরার পর বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। 

বিবিসির খবরে জানানো হয়, রবিবার (১৭ জানুয়ারি) মস্কো বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আটক হন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নেতা নাভালনি।

২০১৪ সালের একটি অর্থ আত্মসাৎ মামলায় স্থগিত দণ্ডের প্যারোল শর্ত লঙ্ঘনের অভিযোগে নাভালনিকে আটক করা হয়। রাজধানী মস্কোর একটি পুলিশ স্টেশনে তাকে আটকে রাখা হয়।

তার ২৪ ঘন্টা না পেরোতেই পুলিশ স্টেশনে একদিনের শুনানি আয়োজন করে বিচারকের নির্দেশে তাকে কারাদণ্ড দেয়া হলো।

ওদিকে, নাভালনিকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেয়ার আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই সোমবার (১৮ জানুয়ারি) মস্কোর উপকণ্ঠে একটি পুলিশ স্টেশনে নাভালনির বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়।

রাষ্ট্রীয় কৌঁসুলিরা বিচারকের কাছে নাভালনিকে ৩০ দিনের জেল দেয়ার অনুরোধ জানান। বিচারক পেরোলের শর্ত ভঙ্গের অভিযোগে নাভালনিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটক রাখার আদেশ দিয়েছেন।

২৯ জানুয়ারিতে আরেকটি শুনানিতে হাজির হতে হবে নাভালনিকে। তার সাড়ে তিনবছরের স্থগিত দণ্ডের জায়গায় আদতেই জেল দেয়া হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে ওই শুনানিতে।

নাভালনি সোমবার তার বিচারকে ‘উপহাস’ এবং ‘চরম অনাচার’ আখ্যা দিয়েছেন। শুনানির পর প্রকাশ করা একটি ভিডিওতে নাভালনি তার সমর্থকদেরকে এর প্রতিবাদ করারও আহ্বান জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫