ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলাদেশি কন্টিনজেন্ট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ১৫:৫২
ছবি: সংগৃহীত
ভারতের জাতীয় রাজধানী নয়াদিল্লির মূলকেন্দ্র রাজপথে দেশটির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশি তিন বাহিনীর কন্টিনজেন্ট।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের গণতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশ নেয় এই কন্টিনজেন্ট।
পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫০ বছর স্মরণে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রথম ১০ সারিতে ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১২২ সদস্য।
লেফটেন্যান্ট কর্নেল মোহতাশিম হায়দার চৌধুরীর নেতৃত্বে তিন বাহিনীর কন্টিনজেন্টের প্রথম ছয় সারিতে বাংলাদেশ সেনাবাহিনী, পরের দুই সারিতে নৌবাহিনী ও শেষের দুই সারিতে বিমানবাহিনী ছিল।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ১৯৭১ সালে বাংলাদেশকে মুক্ত করা কিংবদন্তি মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারিত্ব বহন করবে বাংলাদেশ কন্টিনজেন্ট।
কুচকাওয়াজে লে. কর্নেল বেনজীর আহমেদের নেতৃত্বে একটি ব্যান্ড দলও অংশ নেন। সুরের ছন্দে ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি... বাংলাদেশ, আমার বাংলাদেশ’ গানের পরিবেশনা মন ছুঁয়ে গেছে দিল্লিবাসীর।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। এসময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভার সদস্য, উচ্চ পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তারাও মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।