Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের অনুমতি চাইলো জনসন অ্যান্ড জনসন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৮

সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের অনুমতি চাইলো জনসন অ্যান্ড জনসন

ফার্মা জায়ন্ট জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে তাদের উদ্ভাবিত সিঙ্গেল ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চাওয়া হয়েছে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর কাছে এই অনুমতি চাওয়া হয়। বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জনসন অ্যান্ড জনসনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস এক বিবৃতিতে বলেন, জরুরি ব্যবহারের জন্য আমাদের উদ্ভাবিত কভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদনের পেলে সরবরাহ শুরু করতে আমরা প্রস্তুত রয়েছি। যত তাড়াতাড়ি জনসাধারণের কাছে সহজলভ্য করা যায়, সে জন্য দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছি।

এদিকে, এ বিষয়ে এফডিএ জানিয়েছে, বিশেষজ্ঞরা ভ্যাকসিনের ফলাফল পর্যালোচনা নিয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত আলোচনা করবেন।

উল্লেখ্য, জনসন অ্যান্ড জনসনের মালিকানাধীন বেলজিয়ামভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি জ্যানসেন এই ভ্যাকসিন উদ্ভাবন করেছে। ২৯ জানুয়ারি ভ্যাকসিনটির বৈশ্বিক ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাস প্রতিরোধে তাদের ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর। মডার্না ও ফাইজার-বায়োএনটেকের মতো জনসনের ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োজন নেই। এক ডোজ প্রয়োগের এই কার্যকারিতা পাওয়া গেছে। তবে দক্ষিণ আফ্রিকায় এটির কার্যকারিতা ৫৭ শতাংশ বলে ক্লিনিক্যাল ট্রায়ালে উঠে এসেছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫