Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর অপেক্ষায় মোদি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৯:৪৮

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর অপেক্ষায় মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে তা সমাধি পরিদর্শনের অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ সফরের আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি ইচ্ছের কথা প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার  মোদি আরও জানিয়েছেন, দুদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুস্পষ্ট কিছু বিষয়ে আলোচনা করবেন।

বিবৃতিতে মোদি বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান ছিলেন গত শতাব্দীর অন্যতম শীর্ষ নেতা। যার জীবন এবং আদর্শ এখনো লাখো মানুষকে অনুপ্রাণিত করে।’ তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে যাওয়ার অপেক্ষায় আছি।’ তিনি জানিয়েছেন, মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফর বাংলাদেশে হওয়াতে তিনি খুশি।

বিবৃতিতে ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের অপেক্ষায় আছেন বলেও তিনি উল্লেখ করেন। মোদি বলেন, ‘ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক আলোচনা করার প্রত্যাশা করছেন; যেখান থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার শুদ্ধ বাণী প্রচার শুরু করেছিলেন।’

মোদি আরও বলেন, ‘আমার এই সফর কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রগতির প্রশংসা করার একটি উপলক্ষ হবে না। বাংলাদেশের এমন অর্জনে ভারতের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার (২৬ মার্চ) ঢাকা আসছেন। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে তার এই সফর।

সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর সাভার স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানাবেন মোদি। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বক্তব্য দেবেন তিনি। বিদেশি শীর্ষ নেতাদের সাধারণত ঢাকার বাইরে যাওয়ার প্রচলন না থাকলেও মোদি এই সফরে সাতক্ষীরা ও গোপালগঞ্জ সফর করবেন। এর পাশাপাশি দুই প্রধানমন্ত্রী ২৭ মার্চ দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

মোদি সাতক্ষীরায় যশোরেশ্বরি কালি মন্দিরে পূজা দেবেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শন করবেন। সেখানে মোদিকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদি মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দিও পরিদর্শন করবেন এবং ওই সম্প্রদায়ের লোকদের সঙ্গে কথা বলবেন।

এই সফরে কয়েকটি সমঝোতা স্মারকের পাশাপাশি কয়েকটি উদ্যোগের উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে মেহেরপুরে স্বাধীনতা সড়ক, স্বাধীনতা যুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের সম্মানে আশুগঞ্জে স্মৃতিসৌধ, কুষ্টিয়ায় কুঠিবাড়ি সংস্কার, একাধিক বর্ডার হাট, বঙ্গবন্ধুর ওপর স্ট্যাম্প ও নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন উদ্বোধন। দুর্যোগ ব্যবস্থাপনা, স্টাফ কলেজ ও ন্যাশনাল ক্যাডেট কোরের মধ্যে সমঝোতা স্মারক, ও দুটি প্রকল্পের বিষয়ে সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে এই সফরে।

সূচি অনুযায়ী ২৭ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন নরেন্দ্র মোদি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫