Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় গির্জার বাইরে বিস্ফোরণ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১৪:২৯

ইন্দোনেশিয়ায় গির্জার বাইরে বিস্ফোরণ

ইন্দোনেশিয়ার মাকাসর শহরে একটি গির্জার বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আজ রবিবার (২৮ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। দুই আত্মঘাতী বোমা হামলাকারী এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।

মাকাসার পুলিশের মুখপাত্র আর্গো ইউওনো জানান, গির্জার প্রধান ফটকে যখন হামলা হয়, তখন সেখানে মোটরবাইকে দুজন ছিলেন। তারা চার্চের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। হামলার পর মোটরবাইকটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেখানে হতাহত ব্যক্তিদের দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিল। তারা সেগুলোর ভিত্তিতে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

নিউজ ফুটেজে দেখা গেছে, ভবনের কাছাকাছি থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি। অন্যদিকে কে বা কারা দায়ী, সে সম্পর্কে কিছু বলেনি পুলিশও।

গির্জার যাজক উইলহেমুস তিলাক স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেল নিয়ে গির্জা প্রাঙ্গনে ঢোকার চেষ্টা করছিলেন। তবে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন। বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। -এএফপি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫