Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন ক্যাপিটল ভবনে ফের হামলার চেষ্টা, নিহত ২

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৯:০১

মার্কিন ক্যাপিটল ভবনে ফের হামলার চেষ্টা, নিহত ২

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে আবারো হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। 

স্থানীয় সময় গতকাল শুক্রবার (২ এপ্রিল) এ ঘটনা ঘটে। এর পরপরই ক্যাপিটল ভবন লকডাউন করা হয়।

নিহতদের মধ্যে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নিহত। আর পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী। 

ক্যাপিটল ভবনে গত ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর ফের এ ঘটনা ঘটলো।


মার্কিন কংগ্রেসের একজন জ্যেষ্ঠ সহকারী ও ক্যাপিটল পুলিশ সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী গাড়ি নিয়ে ক্যাপিটল ভবনের দিকে যাওয়া কনস্টিটিউশন অ্যাভিনিউয়ে নিরাপত্তা প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করেন। এরপর তিনি ছুরি নিয়ে হামলার চেষ্টা করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। 

এরপর পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে গুলি করে। এতে হামলাকারী নিহত হন।

নিহত পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম বিলি ইভানস। এই হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে করছে না দেশটির পুলিশ।

ঘটনার পরপরই ক্যাপিটল ভবন এলাকায় আবারো ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এর আগে ৬ জানুয়ারির হামলার পরও সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। 

গতকালের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার চেষ্টার পরপরই ক্যাপিটল ভবন লকডাউন করা হয়।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, ক্যাপিটল ভবনের দিকে যাওয়া একটি সড়কে নিরাপত্তা প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করে নীল রঙের একটি গাড়ি। এই ঘটনায় আটক ব্যক্তির নাম-পরিচয় অথবা তাঁর উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫