Logo
×

Follow Us

আন্তর্জাতিক

টেক্সাসে গোলাগুলিতে নিহত ১

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৮:৫২

টেক্সাসে গোলাগুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আবারো গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। 

টেক্সাসের ব্রায়ান শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল)  এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ব্রায়ান পুলিশের প্রধান এরিক বাস্কে সাংবাদিকদের জানিয়েছেন, হামলার ঘটনা ঘটা ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম কেন্ট মুর ক্যাবিনেটস। সেখানকার এক স্টাফ বন্দুক দিয়ে এই হামলা চালান। সন্দেহভাজন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি জানান, হামলায় এক ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরো এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

এদিকে টেক্সাসের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে আটকের আগে তাকে অনুসরণ করার সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্য গুলিতে আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, অভিযুক্তের যথাযথ বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছু করবে অঙ্গরাজ্যটি। সূত্র: আলজাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫