Logo
×

Follow Us

আন্তর্জাতিক

অনশন ভাঙলেন রুশ নেতা নাভালনি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ২২:০৭

অনশন ভাঙলেন রুশ নেতা নাভালনি

রুশ নেতা অ্যালেক্সাই নাভালনি। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি অনশনের সমাপ্তির ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) ইন্সটাগ্রামে নিজ দলের মাধ্যমে পাঠানো এক বার্তায় এই রাজনীতিবিদ এমন সিদ্ধান্তের কথা জানান।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়ার বিরোধীদলীয় এই নেতাকে কারাগারের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর আজ এমন ঘোষণা আসলো। 

নাভালনি জানান, চিকিৎসার জন্য প্রয়োজনীয় দাবিগুলো আমি এখনই তুলে নিচ্ছি না। আমার হাত এবং পায়ের বিভিন্ন অংশ অনুভূতিশূন্য হয়ে যাচ্ছে। তাই আমি বুঝতে চাচ্ছি এটি কী এবং এর চিকিৎসা কীভাবে হয়। এ কারণে আপাতত অনশন থেকে বের হয়ে আসছি।

কারাগারে পর্যাপ্ত সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়ে গত ৩১ মার্চ থেকে কোনো ধরনের খাবার গ্রহণ করছেন না ৪৪ বছর বয়সী অ্যালেক্সাই নাভালনি। পরে তার চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো মুহূর্তে নাভালনির কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি বিকল হওয়ার শঙ্কা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫