Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ব্রিটেনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি রাশিয়া

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২১, ১৩:০৩

ব্রিটেনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি রাশিয়া

কৃষ্ণসাগরের জলসীমায় ব্রিটিশ জাহাজ

রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে, কৃষ্ণসাগরে আবার যদি কোনো উসকানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রুশ প্রেসিডেন্ট সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার (২৪ জুন) এ কথা বলেন। 

ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি ব্রিটিশরা উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। দুঃখজনক হলো যে, এটি ইচ্ছাকৃত ছিলো এবং প্রস্তুতি নিয়েই উসকানি সৃষ্টি করা হয়েছে।

বুধবার কৃষ্ণসাগরে ব্রিটিশ নৌবাহিনী ওই ডেস্ট্রয়ার দিয়ে উসকানিমূলক তৎপরতা চালায়। দিমিত্রি পেসকভ বলেন, ব্রিটিশরা কৃষ্ণসাগরের জলসীমায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যা মোটেই গ্রহণযোগ্য নয়।-সূত্র: পার্সটুডে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫