Logo
×

Follow Us

আন্তর্জাতিক

৫ লাখ ফ্রি টুরিস্ট ভিসা দেবে ভারত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২১, ২৩:১৭

৫ লাখ ফ্রি টুরিস্ট ভিসা দেবে ভারত

তাজমহলে পর্যটকদের একাংশ। ছবি: সংগৃহীত

৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত। তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা পাবেন।

সোমবার ভারতের অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না।  

নির্মলা সীতারামনের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, এ সুবিধা জারি থাকবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, এর মধ্যেই ৫ লাখ ভিসার প্রদান করা হলে সেই পর্যন্তই এ অফার কার্যকর হবে।

করোনা পরবর্তী পরিস্থিতিতে পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত।

তিনি জানিয়েছেন, ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত। 

খবরে বলা হয়, করোনা পরিস্থিতিতে বর্তমানে থমকে আন্তর্জাতিক পর্যটক যাতায়াত। কিন্তু ধীরে ধীরে কমছে দ্বিতীয় ওয়েভের প্রভাব। ফলে আবার টুরিস্ট ভিসা ইস্যু করা শুরু হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫