
ছবি: বিবিসি
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ঐতিহাসিক পার্ল হারবার নৌঘাঁটিতে বন্দুকধারীর নির্বিচার গুলিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
গতকাল বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারী ওই নাবিকও পরে আত্মহত্যা করেছেন।
পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটি কর্তৃপক্ষ টুইটারে বলেছে, স্থানীয় সময় প্রায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে #জেবিপিএইচএইচ এ প্রবেশ/গেইটগুলো বন্ধ রাখা হয়েছে।
হতাহতদের ও বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কী কারণে গুলিবর্ষণের এ ঘটনা ঘটেছে সে বিষয়েও কিছু বলেনি। কিন্তু গণমাধ্যমের খবরে নিহতরা সবাই পুরুষ বলে জানানো হয়েছে।
এক কর্মকর্তা জানান, নিহত দুজন প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মকর্তা। আহত অপর বেসামরিক কর্মকর্তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে ওই এলাকার হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি একটি কম্পিউটারে কাজ করছিলেন। তখন গুলির শব্দ শুনতে পান এবং জানালা খুলে দেখতে পান তিনজন আহত হয়ে মাটিতে পড়ে আছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনা সম্পর্কে জানেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। -এএফপি ও রয়টার্স