
কাবুল বিমানবন্দরের প্রহরায় এক মার্কিন সেনা। ফাইল ছবি
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের নর্থ গেইটে অজ্ঞাত বন্দুকধারীদের সাথে পশ্চিমা নিরাপত্তা বাহিনী ও আফগান রক্ষীদের গোলাগুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
আজ সোমবার (২৩ আগস্ট) সকালে এ গোলাগুলি শুরু হয় বলে জার্মানির সশস্ত্র বাহিনী টুইটারে জানিয়েছে। এ লড়াইয়ে মার্কিন ও জার্মান বাহিনীগুলোও জড়িয়ে পড়েছে।
নিহত ওই ব্যক্তি একজন আফগান রক্ষী। কাবুল বিমানবন্দর পাহারা দিতে তালেবান যোদ্ধাদের মোতায়েন করা হয়েছিল। নিহত আফগান ওই তালেবান যোদ্ধাদের কেউ কিনা জার্মানির বাহিনী তা নির্দিষ্ট করে জানায়নি। -রয়টার্স