ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান হলেন মোহাম্মাদ ইসলামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ২১:৪৯

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ ইসলামী।
রবিবার (২৯ আগস্ট) প্রেসিডেন্ট রাইসি তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। মোহাম্মাদ ইসলামী এর আগে ইরানের সড়ক ও শহর নির্মাণ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি তাকে মন্ত্রী করেছিলেন।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের পদে এর আগে ছিলেন আলী আকবর সালেহি। তিনি বহু বছর ধরে এই পদে ছিলেন।
ইরানে গত ১৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রেসিডেন্ট পদে পরিবর্তনের পর দেশের গুরুত্বপূর্ণ পদেও রদবদল হচ্ছে। এরই অংশ হিসেবে জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধানের পদেও পরিবর্তন আনা হয়েছে।