Logo
×

Follow Us

আন্তর্জাতিক

করোনার নতুন ধরন ‘মু’, পর্যবেক্ষণে ডব্লিওএইচও

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৩

করোনার নতুন ধরন ‘মু’, পর্যবেক্ষণে ডব্লিওএইচও

প্রতীকী ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা  (ডব্লিওএইচও) বলেছে, তারা করোনাভাইরাসের ‘মু’ নামের একটি নতুন ধরন পর্যবেক্ষণ করছে। এটি জানুয়ারিতে কলম্বিয়ায় প্রথম শনাক্ত হয়।

সংস্থার মহামারি বিষয়ক সাপ্তাহিক বুলেটিনে গতকাল মঙ্গলবার () বলা হয়, বৈজ্ঞানিকভাবে ‘মু’ বি.ওয়ান.৬২১ হিসেবে পরিচিত। একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চলতি বছর জানুয়ারিতে প্রথম ‘মু’ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। প্রাথমিক গবেষণায় বের হয়ে এসেছে যে- টিকা নেয়ার পর মানবদেহে যে সুরক্ষা তৈরি হয়, তাকে ফাঁকি দিতে সক্ষম এই ধরনটি। তবে এর সংক্রমণ ক্ষমতা ঠিক কতটুকু এবং ভাইরাসটির অন্যান্য ধরনের তুলনায় এটি কী পরিমাণ প্রাণঘাতী, তা জানার জন্য আরো বিস্তারিত গবেষণার প্রয়োজন।

বিশ্ব জুড়েই করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভাইরাসের নতুন ধরনের উদ্ভব নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। সার্স কোভ-২সহ সবধরণের ভাইরাসের মধ্যেই সময়ে সময়ে মিউটেশন ঘটে। এদের অধিকাংশেরই হয় খুব সামান্য প্রভাব কিংবা কোনো প্রভাবই থাকে না। কিন্তু কিছু মিউটেশানের প্রভাব হয় মারাত্মক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে আলফা ও ডেল্টাসহ ছয় ধরনের কোভিড-১৯ শনাক্ত করেছে। বিশ্বের ১৯৩টি দেশে আলফা ও ১৭০টি দেশে ডেল্টা ধরণ ছড়িয়েছে।

‘মু’সহ পঞ্চম ধরণ পর্যবেক্ষণে রয়েছে। কলম্বিয়ায় ‘মু’ শনাক্ত হওয়ার পর ইউরোপসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও এটি ছড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি। -এএফপি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫