Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পানশির উপত্যকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি তালেবানের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৯

পানশির উপত্যকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি তালেবানের

পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি তালেবানের। ছবি : বিবিসি

আফগানিস্তানের পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে তালেবান। গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) তালেবানের তিনটি সূত্র এই দাবি করেছে। তবে তাদের এ দাবির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

আফগানিস্তানের সর্বশেষ এই এলাকাটি বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল। রাজধানী কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় অবস্থিত পানশিরে শুক্রবার রাতে তুমুল গোলাগুলির শব্দ শোনা গেছে।

তালেবানের এক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গোটা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। এনআরএফের যোদ্ধারা পরাজিত হয়েছে। পানশির এখন আমাদের নিয়ন্ত্রণে।’ তবে রয়টার্স বলেছে, এখনো এই খবর নিশ্চিত করা সম্ভব হয়নি।

তবে তালেবানের জয়ের দাবি উড়িয়ে দিয়ে পানশিরের তালেবানবিরোধী এনআরএফের মুখপাত্র আলী নাজারি বলেছেন, প্রকৃতপক্ষে তালেবানকে পিছু হটিয়ে দেয়া হয়েছে। 

এনআরএফের যোদ্ধাদের অন্যতম নেতা সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ টেলিভিশন স্টেশন টোলো নিউজকে বলেছেন, তার পালিয়ে যাওয়ার যে খবর বেরিয়েছে, সেটি মিথ্যা।

এর আগে পানশির উপত্যকার কিছু অঞ্চল দখল নেয়ার দাবি করে তালেবান বলেছিল, যুদ্ধে এনআরএফের অনেক সদস্য হতাহত হয়েছে। তবে এ দাবি উড়িয়ে দিয়ে এনআরএফ বলেছে, পানশিরের প্রতিটি প্রবেশপথের নিয়ন্ত্রণই তাদের হাতে রয়েছে এবং তালেবানের কয়েকশ যোদ্ধা মারা পড়েছে।

পানশির উপত্যকা দখলে নিতে তালেবান ও এনআরএফের যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছিল। গত ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পর ৫০ মাইল উত্তরের এই পার্বত্য এলাকায় এনআরএফ গড়ে তোলা হয়। স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সাথে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে এই ফ্রন্ট গঠন করা হয়েছে।

এনআরএফের মুখপাত্র নাজারি শুক্রবার এএফপিকে বলেছেন, সারা রাত তালেবান বাহিনীর সাথে প্রতিরোধযোদ্ধাদের তুমুল লড়াই হয়েছে। আহমাদ মাসুদ এই উপত্যকা রক্ষায় ব্যস্ত আছেন।

৩২ বছর বয়সী মাসুদ হলেন পানশিরের প্রয়াত গেরিলা কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে। সোভিয়েত ও তালেবান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ‘পানশিরের সিংহ’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন আহমদ শাহ মাসুদ। তালেবান এবার ক্ষমতা দখলের পর দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা হয়েছিল। 

তবে সেখানে সমাধান আসেনি জানিয়ে বুধবার মাসুদ এক বিবৃতিতে বলেন, তালেবান নতুন প্রশাসনে তাদের ‘এক বা দুটি’ পদ দিতে চেয়েছে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তালেবান যুদ্ধের পথ বেছে নিয়েছে। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫