Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পানশিরে অস্ত্রবিরতি চান মাসুদ, তালেবানের সাথে কথা বলতে প্রস্তুত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৮

পানশিরে অস্ত্রবিরতি চান মাসুদ, তালেবানের সাথে কথা বলতে প্রস্তুত

ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফএ) প্রধান আহমদ মাসুদ। ফাইল ছবি

আফগানিস্তানের পানশির উপত্যকায় লড়াই আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে ধর্মীয় আলেমদের দেয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ওই অঞ্চলে তালেবান বাহিনীকে রুখে দেয়া বিরোধী গোষ্ঠী ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফএ) প্রধান আহমদ মাসুদ।

গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) গোষ্ঠীটির ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। তবে মাসুদ চান, তালেবানকে পানশির ছেড়ে চলে যেতে হবে।

এর আগে তালেবান বাহিনী জানিয়েছিল, তারা আশপাশের জেলাগুলোর নিয়ন্ত্রণ নেয়ার পর লড়াই করতে করতে পানশির প্রদেশের রাজধানীতে ঢুকে পড়েছে।

এনআরএফ আরো জানিয়েছে, তাদের প্রধান মুখপাত্র ফাহিম দাস্তি গতকাল নিহত হয়েছেন।

নিজের ফেসবুক পোস্টে মাসুদ বলেছেন, এনআরএফ নীতিগতভাবে চলমান সমস্যাগুলো সমাধানে এবং অবিলম্বে লড়াই শেষ করতে ও আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে। তালেবান পানশির ও আনদারাবে (প্রতিবেশী বাগলান প্রদেশের জেলা) তাদের সামরিক তৎপরতা ও আক্রমণ বন্ধ করবে এই শর্তে এনআরএফ স্থায়ী শান্তিতে পৌঁছানোর জন্য লড়াই বন্ধ করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, ধর্মীয় আলেমদের উলেমা কাউন্সিলসহ তখন সব পক্ষের একটি বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হতে পারে।

এর আগে আফগান গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে জানানো হয়, পানশিরে লড়াই বন্ধে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি মেনে নেয়ার জন্য ধর্মীয় আলেমরা তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে তালেবানের তরফে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পানশির উপত্যকায় তালেবানের সাথে এনআরএফের তীব্র লড়াই চলছে। তালেবানের দাবি, রাজধানী বাজারাক ও রোখা জেলা ছাড়া বাকি সব এলাকা তারা দখল করে নিয়েছে। তালেবান মুখপাত্র করিমি বলেছেন, তালেবান বাহিনী এখন বাজারাক ও রোখার দিকে এগোচ্ছে। এনআরএফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানশির দখল করা সময়ের অপেক্ষা বলে তালেবানের দাবি। -রয়টার্স ও ডয়চে ভেলে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫