পানশির প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি তালেবানের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৯
পানশিরের শাতল জেলা দখলে নেয়ার পর জেলা সদরদফতরের সামনে তালেবান যোদ্ধারা। ছবি : টুইটার
তালেবান পানশির উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে গোষ্ঠীটির মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন। আফগানিস্তানের একমাত্র এই প্রদেশটিই তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল।
তালেবান তিন সপ্তাহ আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পরও বিরোধী গোষ্ঠী ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফএ) পর্বতে ঘেরা পানশির উপত্যকা থেকে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। এখন এই প্রদেশটিও তাদের নিয়ন্ত্রণে এসে গেলো।
তালেবানের এক মুখপাত্র বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে যুদ্ধের ভয়ানক পরিস্থিতি থেকে পুরোপুরি বের করে আনা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে তালেবান যোদ্ধাদের পানশিরের গর্ভনর কম্পাউন্ডের গেইটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এনআরএফএ নেতা আহমদ মাসুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) আলোচনার মাধ্যমে পানশিরের লড়াই নিষ্পত্তি করতে আফগানিস্তানের ধর্মীয় আলেমদের দেয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন তিনি। তালেবানের সাথে কথা বলতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন।
তবে এনআরএফের মুখপাত্র আলী মাইসাম বিবিসিকে বলেছেন, এটা সত্য নয়, তালেবান পানশির দখল করেনি, আমি তালেবানের দাবি প্রত্যাখ্যান করছি।
এর আগে তালেবান মুখপাত্র বিলাল কারিমি জানিয়েছিলেন, তাদের বাহিনীগুলো পানশির প্রদেশের রাজধানী বাজারাকে ঢুকে পড়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। - বিবিসি