Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আফগানিস্তান সংকটের দায় নিয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৩

আফগানিস্তান সংকটের দায় নিয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগ

আফগানিস্তান থেকে নাগরিক ও সহযোগী আফগানদের সরিয়ে আনার ক্ষেত্রে অব্যবস্থাপনার দায় নিয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

তালেবান বাহিনী কাবুল দখলের পর আফগানিস্তান ত্যাগের জন্য হুড়োহুড়ি পড়ে যায় দেশটিতে অবস্থানরত ইউরোপীয় ও মার্কিন নাগরিক এবং তাদের সহযোগী আফগানদের মধ্যে। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের চাপ থাকায় ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট – ১৬ দিনের সেই প্রত্যাহার কার্যক্রমে বার বারই বিলম্ব হয়েছে।

নেদারল্যান্ডস যদিও আফগানিস্তানে বসবাসরত নিজ দেশের নাগরিকদেরসহ প্রায় ২০০০ মানুষকে সরিয়ে আনতে সক্ষম হয়েছে, তবে এখনও দেশটিতে রয়ে গেছেন কয়েকশ আফগান, যারা মার্কিন-ন্যাটো বাহিনীর সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে নেদারল্যান্ডসের সেনা সদস্যদের সহযোগিতা করেছিলেন।

এই নিয়ে গত কিছুদিন ধরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের আইনপ্রণেতারা সমালোচনা করছিলেন নেদার‌ল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের। পদত্যাগের পর এক বার্তায় কাগ জানিয়েছেন, আইনপ্রণেতাদের এই সমালোচনাকে আমলে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পার্লামেন্ট বলছে, মন্ত্রীসভা দায়িত্বের সঙ্গে কাজ করতে পারেনি এবং এই রায় মেনে নিয়েই আমি পদত্যাগ করছি। আমি মনে করি, কোনো মন্ত্রী যদি তার দায়িত্বপালনে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তার সেই পদ ধরে রাখা উচিত নয়।’

তবে তিনি বলেছেন, তালেবান বাহিনী যে এত দ্রুতগতিতে আফগানিস্তান দখল করে নেবে তা কেউই আগে ভাবতে পারেনি। এমনকি তালেবানদের নিজেদের কল্পনায়তেও এত দ্রুত ক্ষমতায় আসীন হওয়ার ব্যাপারটি ছিল না বলে মনে করেন তিনি।

‘আফগানিস্তান সম্পর্কে আমাদের যেসব পূর্ব ধারণা ও হিসেব ছিল, বাস্তব পরিস্থিতির সঙ্গে তার মিল পাওয়া গেছে সামন্যই।’

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের হামলায় ১৭০ জন নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও তার সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলোর সমালোচনায় মুখর ছিল গোটা বিশ্ব। কিন্তু এখন পর্যন্ত তার সেই ব্যর্থতার দায় কেউ নেয়নি।

এই প্রথম কোনো দেশের মন্ত্রী সেই দায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫