
ছবি- সংগ্রহীত
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা মারা গেছেন। গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) আলজেরিয়ার প্রেসিডেন্ট দপ্তর থেকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই দশক ধরে উত্তর আফ্রিকার এই দেশটি শাসন করেছেন।
২০১৯ সালের এপ্রিলে গণবিক্ষোভ ও সেনাবাহিনীর চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন বুতেফ্লিকা। পঞ্চম মেয়াদে প্রতিন্দ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করলেও গণ-আন্দোলনের মুখে তিনি সরে যেতে বাধ্য হন।
জানা গেছে, ২০১৩ সালে বুতেফ্লিকার স্ট্রোক হয়েছিল। ওই ঘটনার পর তিনি আর সেভাবে জনসমক্ষে আসেননি।
১৯৬২ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর বুটেফ্লিকা আলজেরিয়ার প্রথম পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। নন-আলিজেন্ড মুভমেন্টের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন তিনি। বুটেফ্লিকা ১৯৯৯ সালে আলেজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।