গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫২

বাংলাদেশের অনুরোধে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশন চত্বর, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন পাসকে কেন্দ্র করে গুয়াহাটিতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এ পরিস্থিতিতে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গাড়িতে হামলার পরিপ্রেক্ষিতে বাড়তি এ ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান তার দপ্তরে ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা করেন। এ সময় সহকারী হাইকমিশনারের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের গাড়িতে হামলা এবং সাইন স্পট ভাঙচুরের বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব ভারতীয় হাইকমিশনারের কাছে প্রতিবাদ জানান। কামরুল আহসান সহকারী হাইকমিশনের সম্পত্তি এবং এর কর্মচারী-কর্মকর্তাদের নিরাপত্তা বাড়াতে রীভা গাঙ্গুলী দাশের কাছে অনুরোধ জানান। তখন হাইকমিশনার ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবকে এই বলে আশ্বস্ত করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের দপ্তর ও বাসায় তাৎক্ষণিকভাবে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মনে করে, এটি একটি বিছিন্ন ঘটনা এবং এর প্রভাব দুই দেশের সম্পর্কে পড়বে না।