মিয়ানমারে ৩০ সেনা নিহত, পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

ছবি: রয়টার্স
মিয়ানমারে জান্তাবিরোধী মিলিশিয়ারা ৩০ জন সেনাকে হত্যা করার দাবি করেছে। ভারতের সীমান্ত লাগোয়া মিয়ানমারের শহরগুলোতে জান্তাবিরোধী মিলিশিয়ারা ও দেশটির সেনাবাহিনীর মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে। এর জেরে সেখানকার অধিবাসীরা বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেছেন।
স্থানীয় বাসিন্দা ও সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। দ্য চিন প্রতিরক্ষা বাহিনী নামের একটি মিলিশিয়া গোষ্ঠী বলছে, তাদের হামলায় এখন পর্যন্ত ৩০ সেনা নিহত হয়েছেন। তবে হতাহতের এসব দাবি স্বাধীনভাবে তদন্ত করে দেখতে পারেনি রয়টার্স। এ নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্রেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মিয়ানমারের ভারতঘেঁষা একটি অঞ্চলের স্থানীয় কমিউনিটির নেতা সালাই থ্যাং বলেন, এখন পর্যন্ত চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। সেনাবাহিনীর একটি ঘাঁটি দখল করে নেওয়া হলে বিমান হামলা চালানো হয়।
চিন রাজ্যের থান্টল্যাঙ্গে ১০ হাজারের মতো মানুষ বসবাস করছিলেন। কিন্তু তাদের অধিকাংশই নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় চলে গেছেন।
ভারতের মিজোরামের সুশীল সমাজ বলছে, সামরিক ধরপাকড় থেকে বাঁচতে গেল দুসপ্তাহে দুটি জেলায় মিয়ানমার থেকে সাড়ে পাঁচ হাজার লোক পালিয়ে এসেছেন।