প্যান্ডোরা পেপারসে ইমরান খানের ঘনিষ্ঠদের নাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১৩:০২

প্রধানমন্ত্রী ইমরান খান
বিশ্বব্যাপী আর্থিক অনিয়মের চিত্র তুলে ধরা প্যান্ডোরা পেপারসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের নাম রয়েছে। তালিকায় ৭০০ জনের বেশি পাকিস্তানির নাম রয়েছে।
গতকাল রবিবারই (৩ অক্টোবর) ফাঁস হয়েছে কর ফাঁকির তদন্তমূলক রিপোর্টে ‘প্যান্ডোরা পেপারস’। নথিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৩৫ জন বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতা এবং ৩০০ বেশি প্রভাবশালী সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার নাম রয়েছে।
ইমরানের ঘনিষ্ঠজনরা গোপনে নানা প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি ডলারের মালিক হয়েছেন। প্যান্ডোরা পেপারসে পাকিস্তানের যেসব ব্যক্তির নাম এসেছে, তাদের মধ্যে রয়েছেন দেশটির অর্থমন্ত্রী শওকত তারিন ও তার পরিবারের সদস্যা, সিনেটর ফয়সাল ওয়াদা, পিএমএল-কিউ নেতা চৌধুরী মনিস এলাহি, পিপিপির শারজিল মেমন, শিল্প ও উৎপাদনমন্ত্রী খোশরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আবদুল আলিম খান প্রমুখ।
পাকিস্তানের সামরিক নেতাদের নামও প্যান্ডোরা পেপারসে এসেছে। তবে ইমরান খান নিজে কোনো অফশোর কোম্পানির মালিক- এমন ইঙ্গিত নথিতে নেই।
এদিকে প্যান্ডোরা পেপারসে পাকিস্তানিদের আর্থিক অনিয়ম তুলে ধরার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ইমরান। গত রাতে এক টুইটার বার্তায় তিনি বলেন, এর মাধ্যমে পাকিস্তানের অসৎ উপায়ে ধনী হওয়া ব্যক্তিদের নাম পাওয়া গেল। তিনি এ অনিয়মের তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন।
অপর এক টুইটে ইমরান বলেছেন, আমাদের যেসব নাগরিকের নাম প্যান্ডোরা পেপারসে এসেছে আমার সরকার তাদের অনিয়মের তদন্ত করবে। দোষী প্রমাণিত হলে অবশ্যই তাদের শাস্তি দেয়া হবে।
তিনি আরও বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই, তারা যেন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকটের মতোই এই সংকটের মোকাবিলা করেন।