Logo
×

Follow Us

আন্তর্জাতিক

শিশুদের হোমওয়ার্কের চাপ কমাতে চীনে নতুন আইন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:০০

শিশুদের হোমওয়ার্কের চাপ কমাতে চীনে নতুন আইন

চীনের একটি স্কুলের শিক্ষার্থীরা। ছবি : বিবিসি

শিশুদের উপর থেকে স্কুলের হোমওয়ার্কের চাপ কমাতে চীনে নতুন একটি শিক্ষা আইন পাস করা হয়েছে। শিশুরা যাতে বিশ্রাম ও শরীরচর্চার জন্য পর্যাপ্ত সময় পায় এবং খুব বেশিক্ষণ তারা যাতে ইন্টারনেটে সময় ব্যয় না করে, অভিভাবকদের সেটি নিশ্চিত করতে বলা হয়েছে।

গত আগস্ট মাসে দেশটিতে ছয় ও সাত বছর বয়সীদের জন্য লিখিত পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের ইন্টারনেটে আসক্তি কমাতেও গত বছর দেশটিতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশটির কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলছেন, শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাড়িতে স্কুলের কাজ বিষয়ক আইনটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, আইনটিতে শিশুদের মানবিক বোধ, বুদ্ধিমত্তার বিকাশ ও সামাজিক অভ্যাস প্রতিপালনের ব্যাপারে অভিভাবকদের উৎসাহ দেয়া হয়েছে।

দেশটির স্থানীয় সরকার কর্তৃপক্ষ আইনটি বাস্তবায়নে দায়িত্ব পালন করবে। যার জন্য দরকারি অর্থায়নের দায়িত্বও থাকবে স্থানীয় সরকারগুলোর।

চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম উইবোতে আইনটি বিষয়ে অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন। অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ অথবা অভিভাবকরা নিজেরাও সঠিকভাবে আইনটি বাস্তবায়ন করতে পারবেন কিনা তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন।

একজন প্রশ্ন তুলেছেন, আমি সপ্তাহে ছয়দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করি। যখন আমি রাতে বাসায় ফিরি তখন আমাকে পরিবারের লেখাপড়ার দায়িত্বও নিতে হবে? কর্মীদের শোষণ করে আবার তাদের সন্তান নিতে বলা উচিৎ নয়।

চীনে শিশু জন্মের হার রেকর্ড সংখ্যায় কমে গেছে।

দেশটির অনলাইন টিউটর ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয় জুলাই মাসে। এর ফলে শিক্ষার প্রধান বিষয়গুলো তারা আর পড়াতে পারবে না। নতুন আইনে শিক্ষাখাতে বিদেশি বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গৃহশিক্ষকদের উপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শুরুতে বিষয়টিকে শিশুদের অভিভাবকদের উপর থেকে আর্থিক চাপ কমানোর উদ্যোগ হিসেবে দেখা হয়েছিল। শিক্ষায় বৈষম্য চীনে একটি বড় সমস্যা বলে মনে করা হয়। বিত্তবান অভিভাবকেরা শীর্ষ সারির স্কুলগুলোতে সন্তানদের শিক্ষায় ব্যাপক পরিমাণে অর্থ খরচ করে থাকে। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫