Logo
×

Follow Us

আন্তর্জাতিক

এবার করোনা চিকিৎসায় নতুন যুগ শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১৯:২৫

এবার করোনা চিকিৎসায় নতুন যুগ শুরু

করোনা প্রতিরোধী বড়ি

করোনা মহামারী রুখতে কার্যকর ভ্যাকসিন তৈরির পর এবার আলোচনায় মুখে খাওয়া করোনা প্রতিরোধক ঔষধ। ভ্যাকসিনের মতোই কার্যকর হওয়ায় করোনা মোকাবেলায় নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে এটি। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক ও ফাইজার করোনা প্রতিরোধী মুখে খাওয়ার বড়ির পরীক্ষায় দারুণ সাফল্য পেয়েছে।  

গত অক্টোবরের শুরুতে মার্ক কর্তৃপক্ষ বলেছিল, করোনার চিকিৎসায় তারা মলনুপিরাভির নামের বড়ি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের কাছে অনুমোদন চেয়েছিল। আর গত শুক্রবার ফাইজার অনুমোদন চাওয়ার বিষয়টি উল্লেখ করেছে। এই দুই কোম্পানির ওই বড়ি অ্যান্টি-ভাইরাল বা ভাইরাসপ্রতিরোধী হওয়ায় তা ভাইরাসের অনুরূপ সৃষ্টির বিষয় কমিয়ে দিতে পারে। এতে রোগ ছড়িয়ে পড়ার গতি কমে আসে। দুটি কোম্পানির পক্ষ থেকেই ক্লিনিক্যাল ট্রায়ালে অত্যন্ত ভালো ফল পাওয়ার দাবি করা হয়েছে। এতে রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেকটাই কমতে দেখা গেছে।

এই বড়ি কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্রহণ শুরু করতে হয়। 

মার্কা জানিয়েছে, বড়িটির কার্যকারিতা যাচাইয়ে ৭৭৫ জন রোগীর ওপরে একটি গবেষণা চালায় মার্ক। সেখানে দেখা যায়, যেসব রোগীর চিকিৎসায় এটি ব্যবহার করা হয়েছে, তাঁদের মধ্যে মাত্র ৭ দশমিক ৩ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। 

আর এটি গ্রহণ করা কোনো রোগী মারা যাননি। এদিকে ফাইজারের তৈরি বড়ি গ্রহণকারীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯০ শতাংশ পর্যন্ত কমেছে বলে দাবি করেছে ফাইজার। তবে মার্ক ও ফাইজারের বড়ির সরাসরি তুলনা করা ঠিক হবে না। কারণ, দুই কোম্পানির ক্লিনিক্যাল ট্রায়ালের নিয়মনীতি ছিল আলাদা।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫