Logo
×

Follow Us

আন্তর্জাতিক

স্নায়ুযুদ্ধ নিয়ে হুঁশিয়ারি চীনের প্রেসিডেন্টের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১৪:১৭

স্নায়ুযুদ্ধ নিয়ে হুঁশিয়ারি চীনের প্রেসিডেন্টের

প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্নায়ুযুদ্ধের সংঘাত ফিরে আসার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) তিনি এ ব্যাপারে সতর্ক করেন।

পাশাপাশি করোনাভাইরাস মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃহৎ পরিসরে আন্তঃসহযোগিতার আহ্বান জানান। 

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। তবে এ পরিস্থিতির মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে হঠাৎই ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করেছে বেইজিং।

চীনের প্রেসিডেন্ট বলেন, সবার জন্য চ্যালেঞ্জ, এমন বিষয়ে অবশ্য সব দেশকে একজোট হয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

চলমান এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনের ফাঁকে এক ভার্চুয়াল বিজনেস কনফারেন্সে জিনপিং বলেন, ভূরাজনৈতিক স্বার্থের ভিত্তিতে ছোট জোট গঠনের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্নায়ুযুদ্ধের সময়ের দ্বন্দ্ব ও সংঘাত আবার ফিরিয়ে আনা উচিত নয়।

উন্নয়নশীল দেশগুলোর কাছে টিকা আরও সহজলভ্য করে টিকাদানে বৈষম্য দূর করতে যৌথ প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, বিশ্বের সবার কাছে টিকার সুষম বণ্টন নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনের এবারের আয়োজক দেশ নিউজিল্যান্ড। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন জিনপিং। -এএফপি  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫