Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মনিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলায় নিহত ৬

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১৫:৫১

মনিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলায় নিহত ৬

কয়েক দশক ধরেই ওই এলাকায় মোতায়েন রাখা হয়েছে সেনাবাহিনী। ছবি : এনডিটিভি

ভারতের মনিপুর রাজ্যের চুরাচন্দ্রপুর জেলায় আসাম রাইফেলসের এক কনভয়ে অতর্কিত জঙ্গি হামলায় ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল, তার স্ত্রী ও এক সন্তানসহ অন্য আরও তিনজন নিহত হয়েছেন। 

আজ শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে মিয়ানমার সীমান্তে প্রাণঘাতী এই হামলা হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আসাম রাইফেলসের ওই কমান্ডিং অফিসারের নাম বিপ্লব ত্রিপাঠি। কনভয়ে বিপ্লবের পরিবারের লোকজন ছাড়াও ছিল কুইক অ্যাকশন টিমের জওয়ানরা। 

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। যদিও এই ঘটনা সম্পর্কে সেনা সরকারিভাবে এখনও কোনও বিবৃতি দেয়নি।

কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। সন্দেহ করা হচ্ছে হামলা চালিয়েছে মনিপুরের পিপিলস লিবারেশন আর্মি।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এক টুইটে তিনি লিখেছেন, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যেভাবে ৪৬ নম্বর আসাম রাইফেলসের কনভয়ের উপরে হামলা করা হয়েছে তা কাপুরুষোচিত। এই ঘটনায় সিও, তার পরিবার ও আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছেছে রাজ্য পুলিস। যার ওই হামলার সঙ্গে জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।

উল্লেখ্য, কয়েক দশক ধরেই ওই এলাকায় মোতায়েন রাখা হয়েছে সেনাবাহিনী। এলাকাটি চীন, মিয়ানমার, ভুটান ও বাংলাদেশ সীমান্তে। এই এলাকায় সক্রিয় বহু জঙ্গি গোষ্ঠী। ফলে প্রায়ই হামলার ঘটনা ঘটে। ২০১৫ সালে এক জঙ্গি হামলায় মণিপুরের মৃত্যু হয় ২০ সেনা জওয়ানের। - জি নিউজ ও এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫