Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মেক্সিকোতে নারীবাদীদের বিক্ষোভে গুলি, নিহত ৩

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১৬:১১

মেক্সিকোতে নারীবাদীদের বিক্ষোভে গুলি, নিহত ৩

ছবি: সংগৃহীত

মেক্সিকোর সনোরায় নারীবাদীদের এক বিক্ষোভ সমাবেশে গুলি চালানোর ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। রাজ্যটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার গোয়েইমাস শহরের মিউনিসিপাল প্যালেসের বাইরে এ ঘটনা ঘটেছে।  

মেক্সিকান সংবাদপত্র লা হর্নাদার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত নারী বিক্ষোভে অংশ নিতে এসেছিলেন। নিহত বাকি দুইজন শহরের মেয়র কার্লা করডোভার দেহরক্ষী ছিলেন। এছাড়া গুলির ঘটনার বিস্তারিত জানা যায়নি।

মেক্সিকোর বিভিন্ন শহরে নারীর প্রতি সহিংসতা বন্ধে বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ হয়েছে। রাজধানী মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারী পুলিশের আত্মরক্ষার বর্ম কেড়ে নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লক্ষ্য করে স্মোক বোমা (ধোঁয়া বোমা) ছোড়ে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভ-সহিংসতায় ১০ নারী পুলিশ সদস্যসহ ১৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশেও নারীর প্রতি সহিংসতা বন্ধে একই রকমভাবে বিক্ষোভ হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫