
ছবি: আল জাজিরা
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় শহরে জঙ্গি হামলা ও সংঘর্ষে বেসামরিক নাগরিক ও সৈন্যসহ অন্তত ১২২ জন নিহত হয়েছেন। বেসামরিকদের বেশিরভাগ নারী।
হামলার পর নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত সাত সৈন্য ও ৮০ জন জঙ্গি নিহত হয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশটির প্রেসিডেন্ট রোক মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে গতকাল মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। এই হামলা দেশটিতে পাঁচ বছরে সংগঠিত হামলার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী।
মালি সীমান্তবর্তী সৌমা প্রদেশের সাহেল অঞ্চলের অরবিন্দ শহরে এই সহিংসতা ঘটেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। অভিযানে অংশ নেয়া নিরাপত্তাবাহিনীর সদস্যের মধ্যে সাতজন নিহত হয়েছে। এলাকাটিতে জঙ্গি হামলার ঘটনা নিয়মিত হলেও মঙ্গলবারের মতো এতো ব্যাপক প্রাণহানি এর আগে ঘটেনি।
প্রেসিডেন্ট মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে বলেন, আমাদের সেনাদের নায়কোচিত পদক্ষেপের ফলে ৮০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। জঙ্গিদের নৃশংস হামলায় ৩৫ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগ নারী।
খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি হামলার সময় কেন এতো বেশি সংখ্যক নারী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কেনই বা এতোজন নিহত হলেন।
হামলাটির দায় কোনও জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি। দেশটিতে অনেকগুলো ইসলামি জঙ্গি গোষ্ঠী সক্রিয়। হামলায় বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যা বেশি হলে কোনো সংগঠনকেই দায় স্বীকার করতে দেখা যায়নি। -আল জাজিরা