Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বিপিন রাওয়াতের শেষকৃত্য শুক্রবার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:৫৮

বিপিন রাওয়াতের শেষকৃত্য শুক্রবার

বিপিন রাওয়াত

হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য হবে আগামীকাল শুক্রবার (১০ ডিসেম্বর)। তার মরদেহ রাজধানী দিল্লিতে পৌঁছাবে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায়।

গতকাল বুধবার (৮ ডিসেম্বর) তামিলনাড়ু রাজ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি ও তার স্ত্রীসহ ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি হলেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তিনি সুলুরে বিপিন রাওয়াতকে স্বাগত জানিয়ে ওয়েলিংটন নিয়ে যাচ্ছিলেন। তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

হেলিকপ্টার দুর্ঘটনার পরেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান। তারপর প্রধানমন্ত্রী সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকেন।

রাজনাথ সিং আজ দেশটির পার্লামেন্টে দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, মৃত সবার মরদেহ সন্ধ্যায় বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে আসা হবে। বিমানবাহিনীর সিনিয়ার অফিসার মানবেন্দ্র সিংয়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কাজও শুরু করে দিয়েছেন। 

লোকসভার স্পিকার ওম বিরলা সভার তরফে মৃত সবার প্রতি শ্রদ্ধা জানান। এরপর লোকসভা মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ মৌন থাকে। 

বিরোধী এমপিরা পার্লামেন্টের শীত অধিবেশনের প্রথমদিন থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারাও আজ বিপিন রাওয়াত ও অন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বিক্ষোভ স্থগিত রাখেন। সোনিয়া গান্ধীসহ অনেক বিরোধী এমপি লোকসভায় উপস্থিত ছিলেন। 

এদিকে সেনা বা সরকারের তরফ থেকে দুর্ঘটনার কারণ জানানো হয়নি। সেনার তরফ থেকে বলা হয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সেনা সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, এর আগের কয়েকটি উড়ানে এই হেলিকপ্টারে কোনও অসুবিধা দেখা দেয়নি। এই হেলিকপ্টারে কখনই কোনও প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ ছিল না। ভারতীয় বিমানবাহিনীর প্রটোকল অনুসারে প্রতিবার ভিভিআইপি উড়ানের আগে হেলিকপ্টারের তিন দফা পরীক্ষা হয়। তারপর হেলিকপ্টারটি সিল করে দেয়া হয়। এই হেলিকপ্টারের দুইটি ইঞ্জিনই খারাপ হয়ে গেলে, সেটি নিরাপদে ধানক্ষেতে নেমে আসতে পারে। 

২০১৩ সালে রাশিয়া থেকে এই হেলিকপ্টার ভারতে আসে এবং ২০১৮ সালে শেষবারের মতো এই হেলিকপ্টার ভারতে এসেছে।

বিমানবাহিনীর সাবেক প্রিন্সিপাল ডিরেক্টর(এরোস্পেস সেফটি) কার্তিকেয় কালে জানিয়েছেন, হেলিকপ্টারে হয়তো কোনও সমস্যা দেখা দিয়েছিল। পাহাড় ও জঙ্গল বলে হেলিকপ্টার নামতে পারেনি। তাই সেটি গাছে ধাক্কা লেগে ভেঙে পড়েছে। -ডয়চে ভেলে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫