Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জার্মানির চিড়িয়াখানায় আগুনে ৩০ প্রাণীর মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৯:৪৩

জার্মানির চিড়িয়াখানায় আগুনে ৩০ প্রাণীর মৃত্যু

ছবি: ডয়চে ভেলে

জার্মানির ক্রেফেল শহরের চিড়িয়াখানায় বানরের অভয়াশ্রমে ভয়াবহ আগুন লেগে ৩০টির বেশি প্রাণী পুড়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

নতুন বছর উদ্‌যাপনের সময় গত মঙ্গলবার আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল শহরের চিড়িয়াখানায় আগুনে পুড়ে গেছে বানরের অভয়ারণ্য। সেখানে যত প্রাণী ছিল তার কোনটিই আর বেঁচে নেই বলে ফেসবুকে দেয়া বিবৃতিতে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৩০টিরও বেশি প্রাণীর মৃত্যু ঘটেছে। তবে পাশের ‘গরিলা গার্ডেনে' কোনো ক্ষতি হয়নি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, অনেকেই সাহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন। আমরা এখনো শোকাহত। ঠিক কোনো সহযোগিতা লাগবে কী না কিংবা কোথায় লাগতে পারে তা বলতে পারছি না।

এই ঘটনাকে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। বানরের জন্য ওই আশ্রয়স্থল ১৯৭৫ সালে নির্মিত হয়েছিল। -ডয়চে ভেলে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫