Logo
×

Follow Us

আন্তর্জাতিক

১৪ দিনের মধ্যে ইউক্রেন অভিযান শেষ করবেন পুতিন

Icon

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৫

১৪ দিনের মধ্যে ইউক্রেন অভিযান শেষ করবেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে অভিযান নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা জানা গেছে। ক্রেমলিনের উপদেষ্টা অ্যান্ড্রে কোরতুনভ বিবিসিকে জানিয়েছেন, ১৪ দিনের মধ্যে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের অভিযান সমাপ্ত করবেন।

ক্রেমলিনের উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলেন, পুতিনের পরিকল্পনা অনুসারে ১৪ দিনের মধ্যে অভিযান শেষ না হলে রুশ প্রেসিডেন্টের জনপ্রিয়তা দ্রুত কমে যাবে। আর এই সময় সীমার মধ্যে শেষ হলে হতাহতের পরিমাণ কম হবে। অভিযান সফল হিসেবে ধরা যাবে। পুতিনের জনপ্রিয়তায় ভাটা পড়বে না।

এদিকে, ইউক্রেনে হামলার জের ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও কানাডা। এ বিষয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমাদের সঙ্গে মস্কোর কূটনৈতিক সমঝোতারই প্রয়োজন নেই।

মেদভেদেভ আরো বলেন, প্রেসিডেন্ট পুতিনের ঠিক করে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে মস্কো আক্রমণ চালিয়ে যাবে। তবে পুতিন ঠিক কী চান, তা স্পষ্ট নয়।

ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে রাশিয়াকে অংশ নিতে না দেওয়ারও সমালোচনা করেন মেদভেদেভ। ইউক্রেনে রাশিয়ার হামলার জের ধরে কাউন্সিল অব ইউরোপ এক বিবৃতিতে বলেছে, ‘কমিটি অব মিনিস্টারস ও পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধিত্ব করার অধিকার স্থগিত করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫