Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলা থামাতে যুক্তরাষ্ট্রের আকুতি

Icon

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ২১:১৯

ইউক্রেনে রাশিয়ার হামলা থামাতে যুক্তরাষ্ট্রের আকুতি

ভিক্টোরিয়া নুল্যান্ড ও ভ্লাদিমির পুতিন

আরেকটি স্নায়ুযুদ্ধ শুরু হোক যুক্তরাষ্ট্র তা চায় না। রাশিয়ার বিশ্বের সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা ভিক্টোরিয়া নুল্যান্ড রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

শুক্রবার (৪ মার্চ) ভিক্টোরিয়া নুল্যান্ড ইউক্রেনের বিষয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এ কথা বলেন।

একই দিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধান বের করা সম্ভব। তাতে কোনো সন্দেহ নেই। রাশিয়া সমান অধিকার ও সম্মানের বিষয়ে সব সময় সচেতন বলে তিনি দাবি করেন।

এদিকে বৃহস্পতিবার (৩ মার্চ) ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা থামাতে রাজি নন। কিন্তু মানবিক বিপর্যয় রোধ করতে আলোচনা দরকার। আমি সেই প্রয়াস চালিয়ে যাবো। আমাদের আরও ভয়ংকর পরিণতি এড়িয়ে যেতে হবে।

পশ্চিমা দেশগুলো চাইছে, রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিক। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা সরাতে হবে। না হলে তারা দীর্ঘদিন ধরে একঘরে হয়ে থাকবে। ভ্লাদিমির পুতিন সকল আন্তর্জাতিক আইন ভেঙেছেন। তিনি নিজের কাজের জন্যই এতো নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এখন তিনি একঘরে হয়ে থাকবেন নিজের কাজের জন্যই।

এর জবাবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের যারা বিরোধিতা করছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, তার দেশের ওপর আরও বেশি নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির যেন অবনতি করা না হয়। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম রশিয়া ২৪ সংবাদ চ্যানেলে সরকারি বৈঠকে পুতিনের দেওয়া বক্তব্য প্রচারিত হয়েছে। এতে পুতিন বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের খারাপ কোনও উদ্দেশ্য নেই।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, যারা সহযোগিতায় অস্বীকৃতি জানাবে তারা নিজেদের ক্ষতি করবে। রাশিয়ারও ক্ষতি করবে। কিন্তু ক্ষতি হলেও তার দেশ নতুন দক্ষতা ও প্রকল্প তৈরি করছে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য।

পুতিন দাবি করেন, পশ্চিমাদের এসব নিষেধাজ্ঞা থেকে আমরা উপকৃত হবো।

রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়, প্রতিবেশীদের কাছ থেকে এমন কোনও পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখে না তার সরকার।

পুতিন বলেন, আমার মনে হয় সবার ভাবা উচিত কীভাবে সম্পর্ক স্বাভাবিক, স্বাভাবিকভাবে সহযোগিতা এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায়।

রুশ প্রেসিডেন্ট এমন সময় এই মন্তব্য করলেন যখন ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরে পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের জন্য মিলিত হচ্ছেন।

বক্তব্যে পুতিন আবারও দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে কিছু অবন্ধুসুলভ আচরণের জবাবে ইউক্রেনে সামরিক পদক্ষেপ নিয়েছে মস্কো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫