
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর। ফাইল ছবি
সৌদি আরব যেতে এখন আর করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে না এবং বিদেশি নাগরিকদের কোয়ারেন্টিনেও থাকতে হবে না।
সৌদি যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য দেশটির সরকার নতুন নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে প্রবেশের জন্য এখন প্রয়োজন বাড়তি একটি স্বাস্থ্য বীমা। যেন পরবর্তীতে করোনা আক্রান্ত হলে সেখান থেকে যাবতীয় খরচ নির্বাহ করা যায়।
করোনা সংক্রমণ কমে যাওয়ার ফলে নতুন এই নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। যা গতকাল শনিবার (৫ মার্চ) থেকেই কার্যকর হয়েছে।
সামাজিক দূরত্ব বিষয়ে দিকনির্দেশনা শিথিল করা হলেও জনসমাগমে পূর্বের মতোই মাস্ক পরিধান বাধ্যতামূলক রয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিসহ অতি গুরুত্বপূর্ণ জায়গায় শারীরিক দূরত্ব বজায় না রাখলেও চলবে কিন্তু মসজিদের ভেতরে মাস্ক পরা এখনও বাধ্যতামূলক।
এছাড়া করোনাকালীন মধ্য আফ্রিকার যে দেশগুলো থেকে সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছিল তা আবার পুনরায় চালুর বিষয়ে নতুন করে ভাবনা-চিন্তা চলছে।