Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ফের চালু চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৪:৩৬

ফের চালু চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ

চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের স্যাটেলাইট ছবি

চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের বিদুৎ সংযোগ ফের চালু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পারমাণবিক জ্বালানি মন্ত্রণালয়। এই সংযোগ চালুর ফলে কেন্দ্রটির শীতলিকরণ ব্যবস্থা স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারবে।

গতকাল রবিবার (১৩ মার্চ) এক অনলাইন পোস্টে চেরনোবিল পারমাণবিক বিদুৎকেন্দ্রের সংযোগ চালু হওয়ার ঘোষণা দেয় দেশটি।

এর আগে মন্ত্রণালয়ের তরফ থেকে সতর্ক করা হয়, কেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ লাইন মেরামত করা না হলে তেজস্ক্রিয়তা বিকিরণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে। যুদ্ধের সময় এই লাইন ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্বের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনার কেন্দ্র চেরনোবিল পারমাণবিক কেন্দ্র। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের প্রথম দিনেই কেন্দ্রটি দখলে নেয় রুশ বাহিনী।

চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে এখন বিদ্যুৎ উৎপাদন হয় না। তবে এটি সম্পূর্ণ পরিত্যক্ত নয়। এখনও কেন্দ্রটিতে নিয়মিত ব্যবস্থাপনার দরকার পড়ে।

কেন্দ্রটি ফের সচল হলেও রুশ বাহিনীর অধীনে কাজ চালিয়ে যাওয়া কর্মীদের নিয়ে উদ্বেগ রয়ে গেছে। কর্মীরা কাজ চালিয়ে যেতে পারছে। তবে অভ্যন্তরে খাবার ও ওষুধ সরবরাহ সীমিত হয়ে পড়ায় কেন্দ্রটির পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫