Logo
×

Follow Us

আন্তর্জাতিক

৩১ মার্চ থেকে ভারতে উঠছে করোনা বিধিনিষেধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ২৩:২৪

৩১ মার্চ থেকে ভারতে উঠছে করোনা বিধিনিষেধ

করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় ভারতে ৩১ মার্চ থেকে করোনা বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মাস্ক পরতে ও আগের মতো সামাজিক দূরত্বের নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে।

দুই বছর আগে করোনা বিধিনিষেধ দিয়েছিল ভারত সরকার।

দেশটির কেন্দ্রীয় সরকার ২০২০ সালের ২৪ মার্চ করোনা নিয়ন্ত্রণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন, (ডিএম আইন) ২০০৫-এর অধীনে প্রথমবারের মতো আদেশ জারি করে করোনা বিধিনিষেধ চালু করে।

ভারতের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছেন, গত সাত সপ্তাহ বা তারও বেশি সময় ধরে দেশে করোনা সংক্রমণের সংখ্যা ব্যাপকভাবে কমেছে। পরিস্থিতির সামগ্রিক উন্নতি বিবেচনা করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

৩১ মার্চ চলতি আদেশের মেয়াদ শেষ হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর কোনো আদেশ জারি করবে না বলে জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫