
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ছবি- কলম্বো নিউজ
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের খবরকে 'গুজব' বলে উড়িয়ে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
আজ সোমবার (৪ এপ্রিল) শ্রীলঙ্কার সরকারের তথ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
এতে বলা হয়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন গণমাধ্যমে প্রচারিত এই খবরটি গুজব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানী, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে নতুন ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা চলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
এদিকে শ্রীলঙ্কার বিভিন্ন খবরে বলা হয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকে পদত্যাগ করতে বলেন। তবে তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানান।
এর আগে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট অস্থিরতার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে রবিবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন খবর চাউর হয়। অবশেষে সেই খবরটি নাকচ করা হল।