বন্দি রুশ সেনাদের হত্যার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১৬:৪৩
বুচা থেকে ১০ কিলোমিটার দূরে ‘দিমিত্রিওকা’ গ্রামে এ ঘটনা ঘটেছে। ছবি- পার্সটুডে
কিয়েভে অভিযান চলাকালে বন্দি রুশ সেনাদের হাতবাঁধা অবস্থায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সেনা হত্যার একটি ভিডিও ও প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে অবস্থিত দিমিত্রিওকা নামে একটি গ্রাম থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে।
ভিডিওতে ইউক্রেনের এক সেনাকে বলতে দেখা যায়, ‘সে (রুশ সেনা) এখনও বেঁচে আছে। এই ডাকাতের ছবি তোলো। সে এখনও নিঃশ্বাস নিচ্ছে।’
এসময় ইউক্রেনের আরেক সেনা আহত রুশ সৈন্যকে দেখিয়ে বলে, ‘সে এখনো বেঁচে আছে। এরপর ইউক্রেনের এক সেনা ওই আহত রুশ সৈন্যের দিকে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। এতে রুশ সৈন্যর দেহ কেঁপে উঠলে তার শরীরে আরো দুই রাউন্ড গুলিবর্ষণ করা হয়।’
ভিডিওতে পেছনে হাত বাঁধা অন্তত তিনজন রুশ সেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
সম্প্রতি ইউক্রেনের বুচা শহরে গণহত্যার অভিযোগ ওঠে রুশ সেনাদের বিরুদ্ধে। রুশ সেনাদের হত্যার ঘটনাস্থল ওই শহর থেকে ১০ কিলোমিটার দূরে।
প্রসঙ্গত, যুদ্ধের সময় বিপক্ষের বন্দি সেনাদের হত্যা করাকে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়।