পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন জাপানের মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ১২:৫৩

ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল।
জাপানের পরিবেশমন্ত্রী শিনচিরো কইজুমি দুই সপ্তাহের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। আর এ খবরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা।
চলতি মাসের শেষ দিকে প্রথমবারের মতো বাবা হবেন এই মন্ত্রী। কইজুমির স্ত্রী ফরাসি বংশোদ্ভূত জাপানি সংবাদ উপস্থাপক ক্রিস্টেল তাকিগাওয়া (৪২)।
বাচ্চাদের লালন-পালনে খুব একটা জড়িত থাকতে দেখা যায় না জাপানের কর্মজীবী বাবাদের। তাদের মধ্যে দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যেই পিতৃত্বকালীন ছুটি নেবেন কইজুমি।
মন্ত্রীত্বের কাজে প্রভাব পড়বে না এই শর্তে আগামী তিন মাসে দুই সপ্তাহের পিতৃত্বকালীন ছুটিতে যাবেন সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমির ছেলে।
জাপানে দিন দিন বয়স্ক নাগরিকের সংখ্যা বেড়ে যাওয়া এবং জন্মহার কমে যাওয়া সাম্প্রতিক বছরগুলোতে বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জন্মহার বাড়াতে জাপান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। পিতৃত্বকালীন ছুটি এসবের একটি।
গত মাসে সরকারী আমলাদের এক মাসের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার নীতি গ্রহণ করে জাপান। পশ্চিত জাপানের হিরোশিমা ও মিইতে এই নিয়ম চালু হওয়ার পর কইজুমি হলেন প্রথম মন্ত্রী যিনি পিতৃত্বাকালীন ছুটিতে যাচ্ছেন।
পিতৃত্বকালীন এই ছুটি নেয়ার সিদ্ধান্তটা খুব কঠিন ছিল বলে জানালেন ৩৮ বছর বয়সী কইজুমি।
তার বিশ্বাস, এতে নিজের মন্ত্রণালয়ের অন্যান্য পুরুষ কর্মকর্তা-কর্মচারীরা ও দেশের সকল কর্মজীবী বাবারা এ ধরনের ছুটি নিতে উদ্বুদ্ধ হবে।
জাপানের সাবেক সফল প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমির ছেলে শিনজিরো কইজুমি। তাকে জাপানের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে ধরা হয়। তার স্ত্রী ক্রিস্টেল তাকিগাওয়া টেলিভিশন উপস্থাপিকা।