Logo
×

Follow Us

আন্তর্জাতিক

অসুস্থ স্বামীর সেবায় ছাড়লেন উপপ্রধানমন্ত্রীর পদ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০০:১৫

অসুস্থ স্বামীর সেবায় ছাড়লেন উপপ্রধানমন্ত্রীর পদ

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সোফি উইলমস। ছবি- ব্রাসেলস টাইমস

স্বামী ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার সেবা করতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সোফি উইলমস।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগপূর্ণ প্রেস বিজ্ঞপ্তিতে তিনি কোন পরিস্থিতিতে কাজ থেকে বিরতি নিয়ে বাধ্য হয়েছেন তার বিস্তারিত বর্ণনা দেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে বিবৃতিতে সোফি বলেন, ‌এই কঠিন কষ্ট আমার পরিবারের পাশাপাশি সরকারে আমার ভূমিকায় প্রভাব ফেলবে। যে কারণে আমি সরকারি দায়িত্ব থেকে সাময়িক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত জীবন কখনো কখনো দুঃখজনক বাঁকে মোড় দেয়। আজ, হঠাৎ করেই আমাদের জীবনে প্রবেশ করেছে অসুস্থতা– বিশেষ করে আমার স্বামী ক্রিস্টোফারের জীবনে। তিনি আরও অনেকের মতো মারাত্মক ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়ছেন। 

উল্লেখ্য, এর আগে ২০১৯ এবং ২০২০ সালের মধ্যবর্তী সময়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সোফি। প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।

স্বামী ক্যানসারে আক্রান্ত হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করে অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত সরকারা থেকে সাময়িক ছুটিতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র- ব্রাসেলস টাইমস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫