Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইঁদুরের কারণে দেরিতে উড়ল প্লেন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৮:৫৩

ইঁদুরের কারণে দেরিতে উড়ল প্লেন

এয়ার ইন্ডিয়ার প্লেন। ছবি: সংগৃহীত

ইঁদুরের উৎপাতে এয়ার ইন্ডিয়ার প্লেনে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) শ্রীনগর থেকে জম্মুগামী একটি ফ্লাইট ইঁদুরের কারণে প্রায় দুই ঘণ্টা দেরিতে উড়েছে। 

এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৮২২ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে শ্রীনগর বিমানবন্দর ছাড়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে রুটিন পরীক্ষার সময় ফ্লাইটে ইঁদুরের উপস্থিতি দেখা যায়। কালক্ষেপণ না করে ফ্লাইটির যাত্রা বিলম্ব করা হয়।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ধরা হয় ইঁদুরটি। এতে স্বস্তি ফেরে ফ্লাইটের যাত্রীদের। শেষ পর্যন্ত ৪টা ১০ মিনিটে শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশে উড়াল দেয় ফ্লাইট। 

তবে ঘটনার বিষয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। সূত্র : আনন্দবাজার

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫