Logo
×

Follow Us

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১৮:০৬

লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ

লেবাননের দক্ষিণাঞ্চলে বোমাবর্ষণ। ছবি- বিবিসি

লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কিছু বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে লেবানন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট নিক্ষেপ করা হয়।

আজ সোমবার (২৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক টুইট বার্তায় জানান, লেবাননের যে জায়গা থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে সেখানে বোমাবর্ষণ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের কয়েকটি শহরে ৫০টি কামানের গোলা নিক্ষেপ করেছে।

এসময় দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কয়েকটি স্থানে সাইরেন বাজায়। যদিও এরই মধ্যে সেখানে সেনা মোতায়েন করেছে লেবানন সরকার।

এদিকে লেবাননে জাতিসংঘের প্রধান মিশন কমান্ডার আরল্ডো লাজারো একটি টুইট বার্তায় উভয় পক্ষকে শান্ত ও সংযম হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

- বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫