Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কর্নাটকের হিজাব বিতর্কের সেই মুসকানের মৃত্যু গুজব

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২২, ২১:০৬

কর্নাটকের হিজাব বিতর্কের সেই মুসকানের মৃত্যু গুজব

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাববিরোধীদের আক্রমণের মুখে মুসকানের প্রতিবাদ। ছবি- সংগৃহীত

হিজাব বিতর্কে “আল্লাহু আকবর” বলে প্রতিবাদ করে আলোচিত হয়েছিলেন ভারতের কর্নাটকের কলেজছাত্রী মুসকান খান। শত শত বিক্ষোভকারীর বিরুদ্ধে কালো বোরকায় আবৃত তরুণীর আওয়াজ তোলায় বিস্মিত হয়েছিল বিশ্ব।

এবার তাকে নিয়ে ছড়িয়েছে নতুন গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।

যেখানে “মুসকান আর নেই” বলে একটি খবর ছড়িয়েছে।

এমনকি সার্চ ইঞ্জিন গুগলেও “মুসকানের মৃত্যু” দিয়ে অনুসন্ধান করছেন হাজারো মানুষ।

যদিও মুসকানের মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ গুজব। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অন্যদিকে, মুসকানের মৃত্যুবিষয়ক পোস্টের সঙ্গে যেই ছবিটি সবাই শেয়ার করছেন সেই ছবিও মুসকানের নয়। 

ভারতীয় সংবাদমাধ্যম রেডইফ ও মিড ডে’র প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ২০১৭ সালের এপ্রিল মাসে কাশ্মীরের শ্রীনগরের ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার সময়ে তোলা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫