Logo
×

Follow Us

আন্তর্জাতিক

চালু হল বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২২, ২৩:৫৮

চালু হল বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

ব্রিজটির নাম দেওয়া হয়েছে ‘স্কাই ব্রিজ ৭২১’।

বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ তৈরি করেছে চেক রিপাবলিক। 

আজ শনিবার (১৪ মে) ‘স্কাই ব্রিজ ৭২১’ নামে ওই ব্রিজটি খুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ব্রিজটির দৈর্ঘ্য হলো ৭২১ মিটার। আর এ কারণে এটির নামে পাশে যোগ করা হয়েছে ৭২১ সংখ্যাটি। 

এটি তৈরি করতে সময় লেগেছে ২ বছর। গতকাল শুক্রবার (১৩ মে) এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। 

ব্রিজটি থেকে জেসেন্সকি পাহাড় ও মেঘের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা যাবে। তবে অভিজ্ঞতা হতে পারে ভয়ানক। 

ব্রিজটি দুটি পাহাড়ের মাঝে তৈরি করা হয়েছে। এটি মাটি থেকে ৯৫ মিটার বা ৩১২ ফুট উঁচুতে।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ তৈরি করেছিল নেপাল। তাদের ব্রিজটির নাম গান্দাকি গোল্ডেন ব্রিজ। এটির দৈর্ঘ্য ৫৬৭ মিটার। 

চেক রিপাবলিক যে ব্রিজটি তৈরি করেছে সেটি নেপালের ঝুলন্ত ব্রিজটি থেকে ১৫৪ মিটার বড়।

এদিকে চেক রিপাবলিকের ঝুলন্ত ব্রিজটি নারী, শিশু ও বৃদ্ধ সবাই উপভোগ করতে পারবেন। কিন্তু যারা হুইল চেয়ার ব্যবহার করেন তারা সেখানে যেতে পারবেন না। 

ব্রিজটি তৈরি করতে চেক রিপাবলিক খরচ করেছে ৮.৪ মিলিয়ন ইউরো। সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫